Music

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ৯৬ তম জন্মদিনের প্রাক্কালে কথাশিল্প আয়োজিত স্মরণ অনুষ্ঠান

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ৯৬ তম জন্মদিনের প্রাক্কালে কথাশিল্প আয়োজিত স্মরণ অনুষ্ঠান, সঞ্চালনায় পীতম ভট্টাচার্য, স্মৃতিচারণায় শ্যামলকান্তি দাশ, তরুণকান্তি বারিক, চন্দন নাথ, আবৃত্তিতে মেধা নাগ নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯ অক্টোবর ১৯২৪-২৫ ডিসেম্বর ২০১৮) ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম। 'উলঙ্গ রাজা' তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী একাধিক গল্প ও উপন্যাস লিখেছেন। প্রাপ্তবয়স্কদের জন্যে তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম ভাদুড়ী মশাই। ১) "শ্যামনিবাস রহস্য" (১৯৯০) ২) "মুকুন্দপুরের মনসা" (১৯৯১) ৩) "বিষাণগড়ের সোনা" (১৯৯২) ৪) "চশমার আড়ালে" (১৯৯৩) ৫)্গ রাজা’ এই কাব্যগ্রন্থের জন্য ১৯৭৪ সালে ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার পান কবি নীরেন্দ্রনাথ। তা ছাড়াও একগুচ্ছ পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ১৯৫৮ সালে ‘উল্টোরথ পুরস্কার’, ১৯৭০ সালে ‘তারাশঙ্কর স্মৃতি’ ও ১৯৭৬ সালে ‘আনন্দ শিরোমণি’ পুরস্কার পান কবি। ২০০৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁঁকে সাম্মানিক ডি. লিট প্রদান করে। পশ্চিমবঙ্গ সরকার তাঁঁকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করেছিল। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর বেঁচে নেই। বাংলা সাহিত্যের অন্যতম ধ্রুবতারা নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সৃষ্ট ‘অমলকান্তি’র মতোই যেন রোদ্দুর হয়ে গেলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে ৯৪ বছর বয়সে চিরপ্রস্থান ঘটলো এই কিংবদন্তীর। ২০১৮ সালের ২৫ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, পারেনি। আমাদের সমস্তটুকু ঘিরে যে প্রলয় অন্ধকার ঘনিয়ে আসছে, প্রিয় কবি, আপনি অন্তত আমাদের মাথার উপরে, আকাশের 'নীল নির্জনে' রোদ্দুর হয়ে থাকুন। Nirendranath Chakravarty (19 October 1924 – 25 December 2018) was a popular contemporary Bengali poet.[1] He lived in Bangur Avenue, Kolkata. He was born in Faridpur district of undivided Bengal in 1924. After graduating from the University of Calcutta, he started journalism in the daily "Raiyah". He won the Sahitya Academy Award in 1974 for the book of poems Ulanga Raja (The Naked King). In 2007, the University of Calcutta awarded him an honorary Doctor of Literature degree. Chakravarty also wrote few detective novels of Bhaduri Moshai. Chakravarty died on 25 December 2018 at 12:25 pm following a heart attack. He was 94 years old, and at the time, was suffering from breathing problem in the last few months< iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/7ochgcPhzL0" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen> Advertisement