লতা মঙ্গেশকর । লতা মঙ্গেশকর জীবনী ।lata mangeshkar biography
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর মহাপ্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত । উনার আত্মার শান্তি কামনা করি । কাকতালীয় ভাবে মা সরস্বতী তাঁর বিসর্জনের সঙ্গে সঙ্গেই নিজের বরপুত্রীকেও নিজের ক্রোড়ে স্থান দিয়ে চির শয্যায় শায়িত করলেন ।
জীবিত অবস্থায় কোভিড মুক্ত পৃথিবী দেখে যেতে চেয়েছিলেন মানুষটি। সেই কোভিডই কেড়ে নিল তাঁকে। আজ এক মন খারাপের দিন। প্রয়াত লতা মঙ্গেশকর। ৩৩ বছর বয়সে নিভৃত বিষক্রিয়াও যে মানুষটিকে কেড়ে নিতে পারেনি, কোভিড-নিউমোনিয়ার জোড়া ধাক্কা আর সামলাতে পারল না ৯২-এর শরীরখানা।
অথচ মৃত্যুকে বড় ভয় পেতেন লতা। মৃতদেহের সামনে গিয়ে দাঁড়ালে রক্তচাপ বেড়ে যেত কয়েক গুণ। অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “চোখের সামনে মৃত্যু দেখলেই আমার প্রেশার বেড়ে যায়। ডাক্তার সাফ বলে দিয়েছেন বাড়ি বসে দুঃখ করুন। মৃতদেহের কাছে যাবেন না।” ধর্ম বলে, আত্মা নাকি অবিনশ্বর? তবে? শেষের কয়দিনও চিকিৎসককে অনুরোধ জানিয়েছিলেন, তাঁকে নিয়ে অকারণ হইচই যেন না হয়। অসুস্থতার খবর ছড়াতেই দেশ-বিদেশে শুরু হয়েছিল যজ্ঞ। নিজের বাড়িও বাদ যায়নি। তবু, চলে গেলেন তিনি…। বাগদেবীর মানবী রূপের প্রয়াণ হল নিভৃতেই। এমনটাই তো চেয়েছিলেন আজীবন। অনাড়ম্বর জীবন বেছেছিলেন স্বইচ্ছায়। নিজেকে বেঁধে রাখতেন কঠোর অনুশাসনের মধ্যে। সঙ্গীত জগতের বাইশ গজেও তাই হয়তো ব্যাট চালাতে পেরেছেন অনায়াস। ঘনিষ্ঠ বৃত্তে বারেবারেই বলতেন শিকড়ের কথা, শিকড় না ভোলার কথা।
লতা মঙ্গেশকর (মারাঠি: लता मंगेशकर লাতা মাংগেশ্কার্; জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯২৯-৬ ফেব্রুয়ারী, ২০২২ এবং মৃত্যু ০৬ ফেব্রুয়ারি ২০২২ ) ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।
পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাইবোনেরা হলেন - আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।
প্রারম্ভিক জীবন: লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর (বর্তমান মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন। তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কিণী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তার মাতা শেবন্তী (পরবর্তী নাম পরিবর্তন করে সুধামতি রাখেন) বোম্বে প্রেসিডেন্সির তালনারের (বর্তমান উত্তর-পশ্চিম মহারাষ্ট্র) একজন গুজরাতি নারী ছিলেন। তিনি দীনানাথের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার প্রথম স্ত্রী নর্মদা শেবন্তীর বড়বোন ছিলেন, যিনি মৃত্যুবরণ করেছিলেন।
শৈশবে বাড়িতে থাকাকালীন কে এল সায়গল ছাড়া আর কিছু গাইবার অনুমতি ছিল না তার। বাবা চাইতেন ও শুধু ধ্রপদী গান নিয়েই থাকুক। জীবনে প্রথম রেডিও কেনার সামর্থ্য যখন হলো, তখন তার বয়স আঠারো। কিন্তু রেডিওটা কেনার পর নব ঘুরাতেই প্রথম যে খবরটি তাকে শুনতে হয় তা হচ্ছে, কে. এল. সায়গল আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গেই রেডিওটা ফেরত দিয়ে দেন তিনি।
cover this video
1. lata mangeshkar
2. lata mangeshkar news
3. lata mangeshkar songs
4. লতা মঙ্গেশকর
5. লতা মঙ্গেশকর জীবনী
6. lata mangeshkar biography
7. lata mangeshkar life story
8. lata mangeshkar age
9. lata mangeshkar story
10. lata mangeshkar lifestyle
11. lata mangeshkar hits
12. lata mangeshkar family
13. lata mangeshkar life
14. lata mangeshkar death
15. lata mangeshkar biography 2022
16. lata mangeshkar biography video
17. lata mangeshkar biography in short
18. lata mangeshkar biography reaction
19. lata mangeshkar husband
#dalihalder #biography #biographybengali #bengalibiography #latamangeshkarsongs #latamangeshkarhealthupdate #latamangeshkarnews #latamangeshkarnomore #latamangeshkarbirthday #latamangeshkarbiography #latamangeshkardeathnews #latamangeshkarinhospital #latamangeshkarlive #latamangeshkarpassedaway #latamangeshkarsadnews