#rashidkhan
#RashidKhanDemise #mamatabanerjee রশিদ খান জীবনী Ustad Rashid Khan রাশিদ খান রশিদ খান biography of rashid khan প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান (Ustad Rashid Khan)। সঙ্কটজনক অবস্থায় পিয়ারলেস হাসপাতালে (Peerless Hospital)ভর্তি ছিলেন। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। জয়নগরের সভা থেকে সরাসরি হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে এসেছেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার । ২১ নভেম্বর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন উস্তাদ রাশিদ খান । ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে উস্তাদ রাশিদ খানকে #UstadRashidkhan #Peerlesshospital Mamata Banerjee on Rashid Khan: চিরনিদ্রায় চলে গেলেন রশিদ খান। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী। মমতা বলেছেন, “কথাগুলো বলার সময় আমার গলা কাঁপছে। ভাবিনি কোনওদিনও রশিদের মৃত্যু সংবাদ এভাবে দেব। ওঁর কী বয়স।” Ustad Rashid Khan | প্রয়াত রাশিদ খান, ৫৬ বছর বয়সে হাসপাতালে দেহ রাখলেন শিল্পী Ustad Rashid Khan: প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। ABP Ananda Liveউস্তাদ রশিদ খানের জন্ম ১লা জুলাই ১৯৬৮, হিন্দুস্তানি সঙ্গীত ঐতিহ্যের একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনি রামপুর-সহসওয়ান ঘরানার অন্তর্গত, এবং তিনি ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খানের প্রপৌত্র। তিনি সোমা খানকে বিয়ে করেছেন। রশিদ খান যে পরিবারে জন্ম নিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস ও তাৎপর্য বিবেচনায় সেই পরিবারের গুরুত্ব ছিল অপরিসীম। এই পরিবারেই জন্ম নিয়েছেন বিভিন্ন সময়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শাস্ত্রীয় সংগীত শিল্পীরা। শুধু তা-ই নয়, তাদের নিজস্ব সঙ্গীত ঘরানা ছিল। “রামপুর-সহসওয়ান” নামের এই বিখ্যাত ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন আরেক বরেণ্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ এনায়েত হুসেন খান। রশিদ খানের চাচা উস্তাদ গোলাম মুস্তফা খানও সংগীতশিল্পী ছিলেন। তাই ছোটবেলাতে পরিবার থেকেই তার সঙ্গীত শিক্ষা শুরু হয়। প্রথমে বাবা হামিজ রেজা খানের কাছে এবং পরবর্তীতে দাদু উস্তাদ নিসার হুসেন খান সাহেবের কাছে তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা সম্পন্ন হয়। ছোটবেলায় গানের প্রতি তাঁর আগ্রহ কম ছিল। তাঁর মামা গোলাম মুস্তফা খান প্রথম তাঁর মধ্যে সঙ্গীত প্রতিভা লক্ষ্য করেছিলেন এবং কিছু সময়ের জন্য তাঁকে মুম্বাইতে প্রশিক্ষণ দিয়েছিলেন।[৫] তবে, রশিদ খান তাঁর প্রধান প্রশিক্ষণ নিয়েছিলেন নিসার হোসেন খানের কাছ থেকে, প্রাথমিকভাবে বদাউনে তাঁর বাড়িতে। নিসার হুসেন খান একজন কঠোর নিয়মানুবর্তী ছিলেন। তিনি ভোর চারটা থেকে কণ্ঠের প্রশিক্ষণের (স্বর সাধনা) উপর জোর দিতেন এবং রশিদকে ঘণ্টার পর ঘণ্টা স্কেলের একটি নোট অনুশীলন করাতেন। একটি মাত্র নোট অনুশীলন করতে একটি পুরো দিন ব্যয় করা হতো। ছোটবেলায় রশিদ এসব পছন্দ না করলেও, তখনকার সুশৃঙ্খল প্রশিক্ষণ আজ তান ও লয়কারিতে তাঁর সহজাত দক্ষতার পরিচয় দেয়। ১৮ বছর বয়সে রশিদ সত্যিকার অর্থে তাঁর সঙ্গীত প্রশিক্ষণ উপভোগ করতে শুরু করেছিলেন। রশিদ খান এগারো বছর বয়সে তাঁর প্রথম সঙ্গীতানুষ্ঠানটি করেন এবং পরের বছর, তিনি দিল্লিতে একটি আইটিসি সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। ১৯৮০ সালের এপ্রিল মাসে, যখন নিসার হুসেন খান কলকাতায় আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমিতে চলে আসেন, রশিদ খানও সেই একাডেমিতে যোগ দেন। ১৯৯৪ সাল নাগাদ, তিনি একাডেমীতে একজন সঙ্গীতশিল্পী হিসাবে স্বীকৃত হন। তিনি নিজের গুরুর মতো তারানাতেও একজন উস্তাদ। কিন্তু সেগুলিকে তিনি নিজের ঢঙে পরিবেশন করেন। তিনি যন্ত্রের স্ট্রোক-ভিত্তিক শৈলীর চেয়ে খেয়াল শৈলী পছন্দ করেন, যার জন্য নিসার হোসেন বিখ্যাত ছিলেন। তিনি যন্ত্রের সুরের অনুকরণ করেন না। তাঁর পরিবেশনাগুলি তাঁর সুরেলা বিশদ বর্ণনায় আবেগের আধিক্যের জন্য আলাদা। তিনি বলেন: "মাঝে মাঝে বন্দীশ গান গাওয়ার সময়, অথবা গানের অর্থ প্রকাশ করার সময়, আলাপ অংশে আবেগপূর্ণ বিষয়বস্তু থাকতে পারে।" বরিষ্ঠ উস্তাদদের সঙ্গে তুলনা করলে, এটি তাঁর শৈলীতে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে। বরিষ্ঠ উস্তাদেরা কঠিন অংশগুলি চিত্তাকর্ষক কৌশল এবং দক্ষতার সাথে সম্পাদনের উপর বেশি জোর দেওয়ার প্রবণতা রেখেছেন। রশিদ খান খাঁটি হিন্দুস্তানি সংগীতকে লঘু সংগীতের ঘরানার সাথে মিলিয়ে নিয়েও পরীক্ষা করেছেন, যেমন সুফি ফিউশন রেকর্ডিংয়ে নয়না পিয়া সে যা আমির খুসরোর গান, পশ্চিমী যন্ত্রবাদক লুই ব্যাঙ্কসের সাথে পরীক্ষামূলক কনসার্টে। তিনি সেতারবাদক শহীদ পারভেজ এবং অন্যান্যদের সাথে যুগলবন্দীও করেছেন । তিনি একাধিক সিনেমায় সংগীত পরিচালক ও সুরকার হিসেবে, গান গেয়েছেন - তাদের মধ্যে অন্যতম- জব উই মেট, মর্ণিং ওয়াক, মাই নেম ইজ খান, মৌসম, বাপি বাড়ি যা ,কাদম্বরী, ইশকেরিয়া ইত্যাদি । cover this video rashid khan news,rashid khan demise,rashid khan death news,rashid khan health update,rashid khan latest news,rashid khan is no more,rashid khan died,rashid khan singer,rashid khan age,rashid khan songs,rashid khan song,mamata banerjee and rashid khan,rashid khan kolkata,mamata banerjee news,mamata banerjee on rashid khan,mamata banerjee latest news,mamata banerjee latest update,mamata banerjee nabanna,mamata banerjee kolkata,rashid khan, breaking news,top news today,banglar khobor,west bengal top news,west bengal news,bangla khobor,bengali news,top news of the day,top headlines,abp news,anandabazar youtube,anandabazar news,youtube news video,trending,আনন্দবাজার অনলাইন,আনন্দবাজার,rashid khan death,ustad rashid khan,ustad rashid khan musician,classical singer ustad rashid khan,bollywood singer,ustad rashid khan kolkata,ustad rashid khan death news